গিট কিভাবে ইন্সটল করব ?  (Git Installing )

গিট কিভাবে ইন্সটল করব ? (Git Installing )

প্রথমে আমরা জেনে নেই আমাদের মেশিনে গিট ইন্সটল আছে নাকি নেই ?

তার জন্য আমরা প্রথমে আমাদের টার্মিনাল ওপেন করব

যদি আমরা ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি তাহলে আমরা cmd + space and terminal দিয়ে টার্মিনাল নিয়ে আসব

আর যদি আমরা উইন্ডোজ ইউজ করি তাহলে সার্চ আইকন এ ক্লিক করে সিমপ্লি cmd টাইপ করব ।

terminal open in mac and windows

যেহেতু আমি উইন্ডোজ ইউজার সেহেতু আমি উইন্ডোজ টার্মিনাল থেকে ইউজ করছি ।

টার্মিনালে আমরা নিচের কমান্ড টি টাইপ করব

git --version

তারপর আমরা নিচের চিত্রের মত অউটপুট দেখতে পারব । বর্তমানে আমার মেশিনে git version 2.36.1.windows.1 রয়েছে ।

git version check

হয়ত আপনি যখন ব্লগটি পড়ছেন তখন গিট ভার্শনটি আর আপডেট থাকতে পারে ।আপনি Git এর অফিশিয়াল সাইট থেকে গিয়ে আপডেট করে নিতে পারেন

git configuration settings

সেখানে আপনি ম্যাক , উইন্ডোজ , লিনাক্স এর ভার্শন পাবেন । তবে আপনি যখন উইন্ডোজ এর জন্য ডাউনলোড করবেন তখন আপনি Git Bash নামে এক্সট্রা একটা সফটওয়্যার পাবেন যেখানে আপনি লিনাক্স কমান্ড ফিচারগুলো পাবেন । পুরো ব্লগ সিরিজটিতে আমি আপনাদের এই Bash শেলটি ইউজ করার জন্য সাজেস্ট করব ।

git configuration settings

পরবর্তী ব্লগ এ দেখব আমরা কিভাবে গিট কনফিগার করব । সুতরাং এই পর্ব এইখানেই শেষ ।

সবাইকে ধন্যবাদ যারা যারা পড়েছেন

42

0

0

0

Share 42

Tweet 0