প্রথমে আমরা জেনে নেই আমাদের মেশিনে গিট ইন্সটল আছে নাকি নেই ?
তার জন্য আমরা প্রথমে আমাদের টার্মিনাল ওপেন করব
যদি আমরা ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি তাহলে আমরা cmd + space and terminal দিয়ে টার্মিনাল নিয়ে আসব
আর যদি আমরা উইন্ডোজ ইউজ করি তাহলে সার্চ আইকন এ ক্লিক করে সিমপ্লি cmd টাইপ করব ।
যেহেতু আমি উইন্ডোজ ইউজার সেহেতু আমি উইন্ডোজ টার্মিনাল থেকে ইউজ করছি ।
টার্মিনালে আমরা নিচের কমান্ড টি টাইপ করব
git --version
তারপর আমরা নিচের চিত্রের মত অউটপুট দেখতে পারব । বর্তমানে আমার মেশিনে git version 2.36.1.windows.1 রয়েছে ।
হয়ত আপনি যখন ব্লগটি পড়ছেন তখন গিট ভার্শনটি আর আপডেট থাকতে পারে ।আপনি Git এর অফিশিয়াল সাইট থেকে গিয়ে আপডেট করে নিতে পারেন
সেখানে আপনি ম্যাক , উইন্ডোজ , লিনাক্স এর ভার্শন পাবেন । তবে আপনি যখন উইন্ডোজ এর জন্য ডাউনলোড করবেন তখন আপনি Git Bash নামে এক্সট্রা একটা সফটওয়্যার পাবেন যেখানে আপনি লিনাক্স কমান্ড ফিচারগুলো পাবেন । পুরো ব্লগ সিরিজটিতে আমি আপনাদের এই Bash শেলটি ইউজ করার জন্য সাজেস্ট করব ।
পরবর্তী ব্লগ এ দেখব আমরা কিভাবে গিট কনফিগার করব । সুতরাং এই পর্ব এইখানেই শেষ ।
সবাইকে ধন্যবাদ যারা যারা পড়েছেন